Header Ads

অপসারিত মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে তৃতীয় দফার ভোটের আগে মালদহের পুলিশ সুপার পদ থেকে অপসারিত অর্ণব ঘোষ। ওই পদে নয়া এসপি হলেন বারুইপুর জেলার এসপি অজয় প্রসাদ। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ভোট-গ্রহণ মালদহের দুই লোকসভা কেন্দ্রে।
তার আগে পুলিশ সুপারের অপসারণ নিয়ে নানান প্রশ্ন উঠছে।
এই অর্ণব ঘোষ সারদা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধানের নেতৃত্বেই এগিয়েছিল তদন্ত। তারপর তাঁকে নদিয়ার এসপি পদে বদলি করা হয়। এই রাজ্যের প্রায় সব বিরোধী দল অর্ণব ঘোষের বিরুদ্ধে সারদা তদন্তে সরকারের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তুলেছিল।
এবার নির্বাচনেও শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তাঁর বিরুদ্ধে সরব ছিল বিরোধীরা। কমিশনের সিদ্ধান্ত তাদের অভিযোগকেই সিলমোহর দিল। মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।



কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.