Header Ads

নির্বাচনের পর তদন্ত হবে, চৌকিদার জেলে থাকবেন! বিস্ফোরক রাহুল গান্ধী

নজরবন্দি ব্যুরো: ক্ষমতায় এলে রাফাল চুক্তি নিয়ে তদন্ত হবে। আর চৌকিদার জেলে থাকবেন। গতকাল নাগপুরের জনসভা থেকে একথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। .
কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনেছেন আগেই। সরাসরি নরেন্দ্র মোদীর দিকে দুর্নীতির আঙুল তোলা হয়েছে। কংগ্রেস নেতা অভিযোগ করেন, "প্রতিরক্ষামন্ত্রকের নথিতে বলা হয়েছে, মোদী আসল চুক্তিটির পরিবর্তন করেছেন। আর প্রতিটি জেট এক হাজার ৬০০ কোটি টাকায় কিনেছেন।" এর সাথে  রাহুল দাবি করেছেন, রাফাল চুক্তিতে দুর্নীতির বিষয়টি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর জানতেন।
তাঁর কথায়, "চৌকিদার চুরি করেছেন। মিডিয়ার প্রশ্নের জবাবে মনোহর পর্রিকর বলেছিলেন, তিনি চুক্তির বিষয়ে জানতেন না। আর মোদীকে সরাসরি সেই প্রশ্ন করতে বলেছিলেন।" কেনও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এরকম মন্তব্য করলেন, তারও ব্যাখ্যা দিয়েছেন রাহুল। তিনি বলেন, "পর্রিকর জানতেন যে দুর্নীতি বাস্তবে হয়েছে। আর ভেবেছিলেন, তাতে কেউ ফেঁসে যাবেন।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.