পাক চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।
নজরবন্দি ব্যুরোঃ সীমান্তরেখা বরাবর মনোয়ালের এই চৌকি থেকে সাধারণ মানুষদের তাক করে গোলা-গুলি করত পাক সেনা। অনেকদিন ধরেই সে খবর ভারতীয় সেনার কাছে ছিল। অবশেষে শুক্রবার ভোর রাতে পাকিস্তানের সেই চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।বৃহস্পতিবার মানোয়ালের পাক চৌকি থেকে উড়ে আসা গোলায় গুরুতর আহত হন তিনজন সাধারণ মানুষ।
বহুদিন ধরেই সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অভিযোগ করছিলেন, সাধারণ মানুষ ও ঘর-বাড়ি তাক করে গোলা-গুলি চালায় মানোয়ালের পাক চৌকি। ভারতীয় সেনা ও বিএসএফ-এর তরফে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালানো হয়। আর তাতেই সব শেষ।

No comments