Header Ads

উদ্ধার নিখোঁজ অফিসার অর্ণব রায়!

নজরবন্দি ব্যুরো: অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ অফিসার অর্ণব রায়ের। হাওড়া স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে সিআইডি আধিকারিকরা। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
আপাতত হাওড়ায় শ্বশুর বাড়িতে থাকছেন ওই ডব্লুবিসিএস অফিসার। ভোটের কাজে নোডাল অফিসার ছিলেন তিনি। নদিয়ার ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন অফিসার অর্ণব রায়। গত ১৮ই মার্চ কাজে যোগ দেওয়ার পর আর বাড়ি ফেরেননি এই অফিসার।
প্রথমে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে ওই অফিসারের খোঁজে তল্লাশি শুরু করে সিআইডি। অবশেষে নিখোঁজ হওয়ার সাত দিন পর অর্ণব রায়কে উদ্ধার করল রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কিন্তু কেন এই ঘটনা ঘটল তা এখন স্পষ্ট ভাবে কিছু জানা যায় নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.