৫ বছরে অভিষেকের সম্পত্তি বেড়েছে তিনগুণ!
নজরবন্দি ব্যুরো: পাঁচ বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তি বেড়েছে তিনগুণ। এবারও ডায়মন্ডহারবার কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন অভিষেক। গতকাল তিনি মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছেন, গত পাঁচবছরে তাঁর অস্থাবর সম্পত্তি বেড়েছে প্রায় তিনগুণ। গত বারের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছিলেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৩.৫৭ লাখ টাকার। এবারের হলফনামায় অভিষেক জানিয়েছেন, সেই অস্থাবর সম্পত্তির পরিমাণ এখন ৭১.৪০ লাখ টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। হলফনামায় উল্লেখ, অভিষেকের সম্পত্তি বাড়লেও, কমেছে তাঁর স্ত্রী রুজিরা নারুলার সম্পত্তির পরিমাণ।

No comments