Header Ads

জইশ প্রধান মাসুদ আজহারকে তুলে দিন আমাদের হাতে: সুষমা স্বরাজ

নজরবন্দি ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বারবার শান্তির বার্তা দিয়েছে পাকিস্তান। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে মুখে শান্তির বার্তার কথা বললেও , বুধবার রাতেও ভারতের বায়ুসেনার নজরে আসে ভারত সীমান্ত চক্কর কাটছে দুটি পাকিস্তানি যুদ্ধবিমান। এদিকে , সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রেক্ষিতে যে ভারত এক চুলও জমি ছাড়তে রাজি নয়, তা ফের একবার স্পষ্ট করে দিলেন সুষমা স্বরাজ।
এদিন সুষমা স্বরাজ স্পষ্ট ভাবে জানিয়ে দেন,'পাকিস্তানের সঙ্গে কথা বলতে আমরা রাজি আছি, যখন সন্ত্রাসবাদের আহত থাকবে না, তবেই এই বৈঠক করা সম্ভব।
যদি ইমরান খান এতটাই উদার হন তাহলে তাঁর উচিত আমাদের হাতে জইশ প্রধান মাসুদকে তুলে দেওয়া। দেখি কত বড় উদার তিনি!'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.