Header Ads

রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে গোটা বাংলাকেই অতি স্পর্শকাতর ঘোষণার দাবি!‌

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবার পরেই নির্বাচন কমিশনে গিয়ে বাংলার প্রতিটি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবি জানাল বিজেপি। বুধবার কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে কথা বলেন বিজেপি নেতেরা। বিজেপির-র তরফে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়েছে।
রাজ্যের পুলিশ-প্রশাসনের যে সব আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে , তাঁদের নামের একটি তালিকাও কমিশনে জমা করেছেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
বিজেপির এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
দলে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্যের নেতা মুকুল রায়। জানা গিয়েছে,  দুপুরে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধিদল। পরে, সাংবাদিকদের রবিশঙ্কর প্রসাদ জানান, 'দলের তরফ থেকে‌ বাংলায় প্রতিটি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণার জন্য আবেদন করেছি আমরা'।


কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.