এখনও আসন সমঝোতার আশা জিইয়ে রাখলেন সূর্যকান্ত মিশ্র!
নজরবন্দি ব্যুরো: এখনও জোটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইছে সিপিআই(এম)। বিজেপি-তৃণমূল বিরোধী ভোট এবারের নির্বাচনে যাতে ভাগ না হয় তার জন্যই দুটি আসনে প্রার্থী দেওয়া হয়নি। কংগ্রেস আমাদের শত্রু নয়। কংগ্রেসের সঙ্গে রাজ্যের একাধিক আসনে সমঝোতার আশা জিইয়ে রেখে এভাবেই বার্তা দিলেন সূর্যকান্ত মিশ্র।
‘‘কংগ্রেসের জেতা দুটি আসনে আমরা প্রার্থী দিইনি।
কারণ ওই দু’টি আসনে বামেরা প্রার্থী দিলে বিজেপি ও তৃণমূলের লাভ হবে। ওই দু’টি আসনে বাম ও কংগ্রেসের যে ভোট আছে সেই ভোট ভাগ হলে না বাম না কংগ্রেস জিতবে, উলটে বিজেপি ও তৃণমূলের লাভ হবে। আমরা তা চাই না। মানুষের কাছে আমাদের বার্তা বিজেপি-তৃণমূল ভোটকে যতদূর সম্ভব একত্রিত করা। এছাড়াও রাজ্যের কংগ্রেসের জেতা যে দু’টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে সেই দু’টি আসনে বামেরা প্রার্থী প্রত্যাহারও করে নিতে পারে। সেক্ষেত্রে শর্ত বামেদের জেতা আসন দুটিতে কংগ্রেসের প্রার্থী প্রত্যাহার করতে হবে।’’
‘‘কংগ্রেসের জেতা দুটি আসনে আমরা প্রার্থী দিইনি।
Loading...
কোন মন্তব্য নেই