গোর্খা-জিএনএলএফ সমর্থিত বিজেপি প্রার্থী রাজু বিস্তা, পাহাড়ে ব্যাকফুটে তৃণমূল।
নজরবন্দি ব্যুরোঃ যে কোন উপায়ে তৃণমূল কে পাহাড়ে চড়তে দেওয়া যাবেনা পন করেছেন বিমল গুরুং। আর সেই ধনুক ভাঙা পনের ফলশ্রুতি গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ সমর্থিত বিজেপির প্রার্থী লড়বে তৃনমূলের বিরুদ্ধে। একদা বিমল গুরুং সুভাষ ঘিষিং কে পাহাড় ছাড়া করেছিলেন কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এখন এক হয়েছেন সুভাষের ছেলে মন ঘিষিং আর বিমল।
দুজনেই একত্রিত হয়ে বিজেপি কে জানিয়ে দিয়েছিলেন সুরিন্দর সিং আলুয়ালিয়া কে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না। সেই কারনেই ৩৩ বছরের ঝক ঝকে তরুন রাজু বিস্তা কে প্রার্থী করছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে কৈলাস বিজয়বর্গীয় আজ তাঁর নাম ঘোষণা করেন। কিন্তু কে এই রাজু বিস্তা? উত্তরবঙ্গের বিজেপি নেতা রজত মুখার্জী জানালেন সুরিয়া(Sourya) টিউবলাইট কোম্পানির এমডি রাজু দিল্লীর বাসিন্দা এবং শিলিগুড়ির জামাই।
রাজুর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত রজত বলেন "রাজু বিস্তা বাঃ অন্য কেউ ব্যাপারটা প্রার্থী নিয়ে নয়, ভোট হবে মোদিজীকে সামনে রেখে।" তবে এত কমবয়সী একজন তরুন কে প্রার্থী করায় নেতৃত্ব কে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা রজত মুখার্জী।
দুজনেই একত্রিত হয়ে বিজেপি কে জানিয়ে দিয়েছিলেন সুরিন্দর সিং আলুয়ালিয়া কে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না। সেই কারনেই ৩৩ বছরের ঝক ঝকে তরুন রাজু বিস্তা কে প্রার্থী করছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে কৈলাস বিজয়বর্গীয় আজ তাঁর নাম ঘোষণা করেন। কিন্তু কে এই রাজু বিস্তা? উত্তরবঙ্গের বিজেপি নেতা রজত মুখার্জী জানালেন সুরিয়া(Sourya) টিউবলাইট কোম্পানির এমডি রাজু দিল্লীর বাসিন্দা এবং শিলিগুড়ির জামাই।
Loading...
কোন মন্তব্য নেই