Header Ads

জঙ্গি দমনে প্রধানমন্ত্রীকে প্রশংসা করলেন শীলা দীক্ষিত!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগেই। এই রকম সময়ে দলকে বেকায়দায় ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। আজ এক টিভি চ্যানেলে প্রধানমন্ত্রী মোদীকে বড়সড় সার্টিফিকেট দিয়ে দিলেন শীলা দীক্ষিত।

তিনি বলেন, জঙ্গি মোকাবিলায় মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের থেকে অনেক বেশি কঠর ছিলেন।
শীলার কথায়, 'মানতেই হবে জঙ্গি মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রী যতটা কড়া পদক্ষেপ নিয়েছেন তা মনমোহন নিতেন না।'

পুলওয়ামা জঙ্গি হানায় ভারতীয় ৪০ সেনার মৃত্যুর পর কেন্দ্রের দিকে আঙুল তোলে বিরোধীরা।
অভিযোগ ওঠে, কেন্দ্র গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দেয়নি। ওই অভিযোগ দানা বাধার আগেই পাকিস্তানে বিমান হানা চালায় বায়ুসেনা। এর ফলে ব্যাক-ফুটে চলে যায় বিরোধীরা। এরকম এক অবস্থায় শীলা দীক্ষিতের ওই মন্তব্য বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.