Header Ads

ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন নয় আশীষ। আর কোথায় কে? #NajarbandiExclusive

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছিল অনেক আগেই। কিন্তু নির্বাচনের দিন ঘোষণার পর থেকে প্রতিটি রাজনৈতিক দল তাদের ঘর গোছানোর কাজ দ্রুত সেরে ফেলতে চাইছে। বিশেষ করে দলবদলের খেলা শেষ করতে চাইছে রাজনৈতিক দলগুলি। আজ তৃণমূলের ৪ বারের বিধায়ক অর্জুন সিং মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন।
এই রাজ্যের প্রতিটা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। আর এর ফলে তৈরি হয়েছে জটিলতা। রাজনৈতিক মহলের একটা অংশের মতে, সব কেন্দ্রে প্রার্থী দিতে গিয়ে হিমসিম খাচ্ছে এই রাজ্যের বিজেপি নেতারা।
যোগ্য প্রার্থী এখনও পর্যন্ত পেয়ে ওঠেনি তারা।

সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, বিজেপি নেতৃত্ব এর মধ্যে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রায় ঠিক করে ফেলেছেন।
যেমন, মেদিনীপুর -বিজয় ব্যানার্জী,
বসিরহাট - আইনজীবী গৌরব বসু।
কৃষ্ণনগর - আইনজীবী তরুণ বিশ্বাস।
ব্যারাকপুর - আশীষ রঞ্জন দাস (প্রাক্তন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি/ এর আগে 1996 তে বিজেপি প্রার্থী ছিলেন)।

উল্লেখ্য, অনেকের অনুমান ছিল দলবদলের ফলে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অর্জুন সিং। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, ব্যারাকপুর থেকে বিজেপির টিকিট পেতে চলেছেন আশীষ রঞ্জন দাস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.