Header Ads

লোকসভা নির্বাচনের প্রচারে এসে মোদী-মমতাকে বিঁধলেন রাহুল!

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের প্রচারে ঝটিকা সফরে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। মালদার চাঁচোলের জনসভায় ১৯ মিনিটের বক্তব্যে সিপিএম-এর বিরোধিতায় বরাদ্দ সময় ছিল ২ থেকে ৩ মিনিট। আর অধিকাংশ সময়টাই ভরে রইল মোদি-মমতার সমালোচনায়। দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় এলে, এরাজ্যে নতুন করে উন্নয়নের বার্তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী।

 শনিবার মালদহের চাঁচোলের কদমবাগান মাঠের সভা থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সরব হয়েছেন । তিনি বলেন, ‘‘এক দিকে নরেন্দ্র মোদী মিথ্যা বলেন, অন্য দিকে আপনাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেন, কিন্তু এখানে কিছুই হওয়ার নয়। বাংলায় একনায়কতন্ত্র চলছে, জনগণের কথা কেউ শোনে না।’’ তিনি আরও বলেন ‘‘এক জনের কথায় কি সব চলবে? কারও কথা শোনা হবে না? মোদী-মমতা কারও কথা শোনে না। কৃষকেরা ঋণ মকুবের দাবি তোলেন, মানেন না মোদী-মমতা।

’’অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তীব্র সমালোচনা করেন রাহুল। তাঁর কথায়, ‘‘বিজেপি-আরএসএস যেখানেই যায় সেখানেই ঘৃণার রাজনীতি করে। সারা দিন মিথ্যা বলেন নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের টাকা চুরি করে অনিল অম্বানীর পকেটে ভরেন নরেন্দ্র মোদী”।আজ চাঁচলের সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও প্রদেশ কংগ্রেস শীর্ষনেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি, আবু হাসেন খান চৌধুরী, মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এবং কংগ্রেস নেতা গৌরব গগৈ। আজ এই সভা ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়।জনতার মধ্যে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন কংগ্রেসের সাধারণ কর্মী-সমর্থকরা। চলল চেয়ার ছোড়াছুড়ি। এই বিশৃঙ্খলার মধ্যে পড়ে আহত হয়েছেন কয়েকজন। পরে আরও পুলিশ নিয়ে এসে পরিস্থিতি সামাল দেয় কংগ্রেস নেতৃত্ব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.