Header Ads

বিজেপি তে যোগ দিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।

নজরবন্দি ব্যুরোঃ ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল যে বিজেপি তে যোগ দিতে পারেন তা নিয়ে জল্পনা ছিল। এমন কি তিনি যাদবপুরের প্রার্থী হতে পারেন বলেও যানা গিয়াছিল। অবশেষে সেই জল্পনা কে সত্যি করে লোকসভা ভোটের মুখে অগ্নিমিত্রা পল যোগ দিলেন বিজেপিতে।শনিবার বিজেপিতে তাঁর আনুষ্ঠানিক যোগদানের পর ফের তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন কোন কেন্দ্রে প্রার্থী হতে পারেন তিনি তা নিয়ে চর্চা চলছে। মিমি ও নুসরতকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল।

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় সে অর্থে কোনও চমক না থাকলেও, পরবর্তী সময়ে যে চমক থাকতে পারে, তা স্পষ্ট হল অগ্নিমিত্রার যোগদানে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাসংদ রূপা গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.