Header Ads

নির্বাচনের আগে পথে সৌমিত্র-অপর্ণারা!

নজরবন্দি ব্যুরো: সিনেমা বন্ধ করার প্রতিবাদ জানিয়ে মিছিলে হাঁটলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্তেরা। কিছুদিন আগে কলকাতার কিছু হলে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' মুক্তি পেলেও তার পরের দিন থেকে অজানা কারণে ওই ছবি প্রদর্শন-বন্ধ করে দেওয়া হয়েছে।
সেন্সারে পাশ হওয়া ছবিটি শহরতলীতে চললেও কোনও এক অজানা কারণে কলকাতায় প্রদর্শন বন্ধ করা হয়।
ওই ছবি দেখানোর দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রবিবার ফের সেই একই দাবিতে পথে নামলেন সিনেমা জগতের কলাকুশলীদের একাংশ।
এদিন ঢাকুরিয়ায় মধুসূদন মঞ্চের সামনে প্রায় শ'দুয়েক মানুষ বাংলা সিনেমার এই তিন ব্যক্তিত্বকে সামনে রেখে সভা ও মিছিলের আয়োজন করেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.