"কার্নিস ভেঙে বুকের ভিতর একটু একটু করে বাড়ছ তুমি..."
অরণ্য সংহিতা
সুভেন চৌধুরী
কার্নিস ভেঙে
বুকের ভিতর
একটু একটু করে বাড়ছ তুমি
অবুঝের মত ।
পড়ন্ত রোদ্দুরে
শ্রাবনের গন্ধ গায়ে মেখে ।
চিলেকোঠা থেকে
তোমাকে প্রথম দেখা ...
অপরিসর সবুজে অরণ্যের ষড়যন্ত্র ।
বন্য বসন্ত উঁকি দিয়েছিল
অন্য কথায় অন্য কোনো সুরে ।
রাত্রি জাগা তারারা ছুঁয়েছিল তোমাকে
সেদিন কৃপন আলোর অন্তঃপুরে।
বিস্তৃর্ণ পলি মাটিতে যে মন শেখেনি কৃষিকাজ,
অযত্ন অবহেলায় ইঁটের পাঁজর ভেঙে
ছড়িয়ে দিয়েছে শিকর ।
ভেঙে চুরমার কংক্রিট বলয়।
খুজে পাই এক নিঃসঙ্গ আদিমতা।
এক অরণ্য সংহিতা ।
কবিঃ সুভেন চৌধুরী
গলসী, পূর্ব বর্ধমান
Loading...
কোন মন্তব্য নেই