Header Ads

উত্তরপ্রদেশ ফিরে পেতে কংগ্রেসের সেনাপতি এখন প্রিয়াঙ্কা গান্ধী!

নজরবন্দি ব্যুরো: উত্তরপ্রদেশ ফেরাতে কংগ্রেসের মুখ এখন প্রিয়াঙ্কা গান্ধি। প্রথমে রথে চেপে প্রয়াগে যাবেন। সোমবার থেকে গঙ্গাবক্ষে প্রচার। প্রদেশ দফতরে কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক। এর পরে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা।

গঙ্গাতেই এবার প্রচার-যুদ্ধ কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির। লক্ষ্য উত্তরপ্রদেশের সর্বস্তরের মানুষের সঙ্গে জনসংযোগ। প্রয়াগ থেকে শুরু প্রচার।
সেখানে থেকে ছতনাগে। জনসংযোগ সেরে স্টিমারে করে ইলাহাবাদের দুমদুমা পৌঁছবেন প্রিয়াঙ্কা। ঘাটেই তাঁকে স্বাগত জানাবেন ওই এলাকার নেতা কর্মীরা। পরের গন্তব্য সিরসা। শিবমন্দির -দর্শন, পদযাত্রার সঙ্গেই বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রিয়াঙ্কা। সেখান থেকে গাড়িতে যাবেন দুরিহারকোধারিয়া।

এর পরে পুলওয়ামায় শহিদ মহেশ রাজ যাদবের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
এর পরে গাড়িতে দিধিয়াপুর হয়ে যাবেন ভদোহির সীতামণি। দ্রষ্টব্য কয়েকটি জায়গায় স্থানীয়দের সঙ্গে কথা বলার পর বিকেলে কংগ্রেস সাধারণ সম্পাদক পৌঁছবেন রামপুর ঘাটে। সেখান থেকে মির্জাপুরের বিন্ধ্যাচল যাবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.