ভারতের প্রথম লোকপাল পদে এক বঙ্গ সন্তান।
নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষকে ভারতের প্রথম লোকপাল পদে নিয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। লোকপাল নিয়োগ সংক্রান্ত বৈঠকে দেশের প্রথম লোকপাল হিসাবে পিনাকীচন্দ্র ঘোষের নাম প্রস্তাব করা হয়। আগামী সপ্তাহে তিনি এই নতুন দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গিয়েছে।
২০১৭ সালে বিচারপতি ঘোষ অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শম্ভুচন্দ্র ঘোষের ছেলে পিনাকীচন্দ্র ঘোষ। উত্তর কলকাতার জোড়াসাঁকোয় প্রখ্যাত দেওয়ান বারাণসী ঘোষ পরিবারের পঞ্চম প্রজন্ম পিনাকীচন্দ্র ঘোষ। কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসাবে কাজ করেছেন। পরে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। সুপ্রিম কোর্টেও বিচারপতি ছিলেন। ৬৬ বছর বয়সী পিনাকীবাবু ২০১৭-য় বিচারপতির পদ থেকে অবসর নেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য।

No comments