আলগা প্রেমের আবেগ বলছে কানে কানে... পড়ুন অনিন্দিতার কবিতা।
বৃষ্টি
অনিন্দিতা চক্রবর্তী
আকাশ কাজল মেঘনুপুর শব্দ বৃষ্টি,
ছোট্ট কালো টিপমন যে অনাসৃষ্টি।জানালায় চোখ রাখিরেলিং ভেজা জল,পাড়ার অলিগলিজল যে টলমল।তোমার হিংসে মাখা চোখকাজল মন কালো,মন করে তোলপাড়,দিওনা দোহাই আর।চিলেকোঠারা ছাদেতোমার বৃষ্টি খেলা,মনের আষাঢ় মাসে।বাঁধন ছাড়া প্রেমদূরত্ব কাছে টানেআলগা প্রেমের আবেগবলছে কানে কানে।বৃষ্টি আসে যখনচোখ তোকে খোঁজে,শ্রান্ত বৃষ্টি ফোঁটাইআমার দু চোখ বোজে।ক্লান্ত দু চোখ জুড়েতোমার ছবি আঁকাকাগজ কলম খানিতোমায় লেখার আশা।বৃষ্টি তুই জানিসতোকে বড্ড ভালোবাসি,তোকে ভাবি যখনতুই বৃষ্টি হয়েই নামিস...
অনিন্দিতা চক্রবর্তী
হাওড়া
Loading...
https://www.sangbadtaranga.ga
উত্তরমুছুন