Header Ads

আলগা প্রেমের আবেগ বলছে কানে কানে... পড়ুন অনিন্দিতার কবিতা।

বৃষ্টি

অনিন্দিতা চক্রবর্তী
আকাশ কাজল মেঘ
নুপুর শব্দ বৃষ্টি,

ছোট্ট কালো টিপ
মন যে অনাসৃষ্টি।
জানালায় চোখ রাখি
রেলিং ভেজা জল,
পাড়ার অলিগলি
জল যে টলমল।
তোমার হিংসে মাখা চোখ
কাজল মন কালো,
মন করে তোলপাড়,
দিওনা দোহাই আর।
চিলেকোঠারা ছাদে
তোমার বৃষ্টি খেলা,
মনের আষাঢ় মাসে।
বাঁধন ছাড়া প্রেম
দূরত্ব কাছে টানে
আলগা প্রেমের আবেগ
বলছে কানে কানে।
বৃষ্টি আসে যখন
চোখ তোকে খোঁজে,
শ্রান্ত বৃষ্টি ফোঁটাই
আমার দু চোখ বোজে।
ক্লান্ত দু চোখ জুড়ে
তোমার ছবি আঁকা
কাগজ কলম খানি
তোমায় লেখার আশা।
বৃষ্টি তুই জানিস
তোকে বড্ড ভালোবাসি,
তোকে ভাবি যখন
তুই বৃষ্টি হয়েই নামিস...

অনিন্দিতা চক্রবর্তী
হাওড়া
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.