১৯ এর আইপিএলের প্রথম ম্যচে চ্যাম্পিয়নের মতো জিতল চেন্নাই সুপার কিংস।
নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের প্রথম ম্যাচ বলে কথা! হাজার হাজার দর্শক স্টেডিয়ামে গিয়েছিলেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়র্স, সুরেশ রায়না, শেন ওয়াটসনদের ব্যাট থেকে চার-ছক্কা দেখতে। কিন্তু, ভিলেন হয়ে দাঁড়াল চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচ। গরমের সময় এমনিতে চিদম্বরম স্টেডিয়ামের পিচ স্পিনারদের একটু আধটু সাহায্য করে থাকে, কিন্তু এদিন যেন একটু বেশিই ঘুরছিল বল।
যার ফলে বিরাট কোহলি (৬) ও এবি ডিভিলিয়ার্স (৯) প্রথম ম্যাচে ব্যর্থ। শুরু থেকেই ম্যাচে জাঁকিয়ে বসেছিল চেন্নাই। কোহলি ফিরে যাওয়ার পরে তিন নম্বরে নামা মইন আলি ৯ রানে ও এবিডি-ও ৯ রানে ফেরেন। সকলের চোখ ছিল শিমরন হেতমেয়ারের দিকে। তবে শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি। তারপরে নামা শিবম দুবে (২), কলিন ডি গ্র্যান্ডহোম-রাও (৪) রান করতে ব্যর্থ হয়েছেন।
আরসিবি-র হয়ে একমাত্র পার্থিব প্যাটেল ২৯ রান করেন। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।এদিন চেন্নাই ১০ বল বাকী থাকতেই ৩ উইকেট হারিয়ে ৭১ রান তুলে নেয়। অম্বাতি রায়াডু ২৮, সুরেশ রায়না ১৯ করলেও শ্যেন ওয়াটসন শূন্য রানে ফেরেন। কেদার যাদব ১৩ ও রবীন্দ্র জাদেজা ৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন।
Loading...
কোন মন্তব্য নেই