Header Ads

বারাণসী কেন্দ্র থেকে লড়বেন প্রধানমন্ত্রী?

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে আর বেশি বাকি নেই। দেশের হেভি-ওয়েট নেতারা কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা প্রায় নিশ্চিত।

বারাণসী লোকসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াক নরেন্দ্র মোদী। এমনটা চাইছে বিজেপির সংসদীয় কমিটি।
শুক্রবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি বৈঠকের ডাক দেয়। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ও কর্মসূচি নিয়ে আলোচনা করতে এই বৈঠকের ডাক দেয় বিজেপি নেতৃত্ব। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বৈঠকে কমিটি জানায়, আসন্ন লোকসভা ভোটে মোদী বারাণসী থেকেই লড়াই করুক।

উল্লেখ্য, এর আগে বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তিনি ৫ লক্ষ ৮১ হাজার ০২২টি ভোটে জয়ী হন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.