মালিয়ার পরে লন্ডনে দেখা মিলল প্রতারক নীরব মোদীকে!
নজরবন্দি ব্যুরো: ভারতের মাটিতে বহুকোটি প্রতারণার অভিযোগ আছে নিরুদ্দেশ নীরব মোদীর বিরুদ্ধে। কিন্তু ইদানিং লন্ডনের ওয়েস্ট এন্ডের মাটিতে দেখা গিয়েছে নীরব মোদীকে।
এই খবর সামনে আসতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ভোলেননি কংগ্রেস নেতৃত্ব। আর্থিক কেলেঙ্কারির পরে এই প্রথম নীরব মোদীর ভিডিও সামনে এল। জানা গিয়েছে , নিজের ইচ্ছে মতো যা খুশি করছেন মোদী। নিশ্চিন্ত জীবনযাপন করছেন।
লন্ডনে নতুন কোম্পানি খুলে হিরের ব্যবসাও চালাচ্ছেন রমরমীয়ে।
লন্ডনের ডেইলি টেলিগ্রাফের ভিডিওতে নীরব মোদীকে এই প্রথম দেখা গেল। তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেন নি এই প্রতারক।
তবে লন্ডনে নিজের পরিচয় গোপন রাখতে ভোল পাল্টেছেন মোদী। রেখেছেন গোঁফও।
লন্ডনে নতুন কোম্পানি খুলে হিরের ব্যবসাও চালাচ্ছেন রমরমীয়ে।
লন্ডনের ডেইলি টেলিগ্রাফের ভিডিওতে নীরব মোদীকে এই প্রথম দেখা গেল। তবে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেন নি এই প্রতারক।
তবে লন্ডনে নিজের পরিচয় গোপন রাখতে ভোল পাল্টেছেন মোদী। রেখেছেন গোঁফও।

No comments