Header Ads

লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নিল বিজেপি। ভোটে দাঁড়াতে আর বয়সসীমা রইল না বিজেপিতে।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নিল বিজেপি। শুক্রবার দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়, লোকসভা নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে ৭৫ বছরের বয়সসীমা রাখা হবে না। ফলে লাককৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী ও শান্তা কুমারের মতো বরিষ্ঠ নেতাদের ফের নির্বাচনে লড়ার কোনও বাধা রইল না।

ফলে ১৯৯১ সাল থেকে গান্ধীনগর আসন থেকে জিতে আসা আডবানিকে এবার টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিলই। কিন্তু বিজেপির এই সিদ্ধান্তের ফলে ফের জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কি আবার ভোটে দাঁড়াবেন লাককৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশীরা? গুজরাট বিধানসভা নির্বাচনে মোরবি, আমরেলি, গির জেলায় ভাল ফল করতে পারেনি বিজেপি। পাশাপাশি গান্ধীনগর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মধ্যে ২টি হারিয়েছে। এই ফলাফল ভাবাচ্ছে বিজেপিকে। ফলে সব কিছু ভেবে পুরনো চাল ভাতে বাড়েরে মতো প্রবীণ দের উপর ভরসা রাখতে হচ্ছে মোদী-অমিত জুটিকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.