আজ ধোনিকে ছাড়াই সিরিজ জেতার লক্ষে নামছে ভারত।
নজরবন্দি ব্যুরোঃ ৫ ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত আপাতত এগিয়ে ২-১ ব্যবধানে। প্রথম দুটি ম্যাচে জয় পেলেও রাঁচিতে তৃতীয় ম্যাচে লড়াই করে ৩২ রানে হার ভারতের। তবে তা এখন অতীত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির কাছে।
সিরিজের বাকি দুটি ম্যাচে ধোনিকে ছাড়াই খেলবে ভারত। ধোনির বদলে আজ খেলবেন রিশব পন্থ। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং আম্বতি রাইডু তিনজনই এই সিরিজে তেমন ফর্মে নেই। তবুও এই তিনজনেরই দলে থাকার সম্ভবনা প্রবল। সুতরাং ব্যাটিং ডিপার্টমেন্টে তেমন কোন রদবদলের সম্ভবনা নেই। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে রবীন্দ্র জাদেজার জায়গায় যোগেন্দ্র চাহালের আসার সম্ভবনা আছে।
এবার অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের লক্ষ্য মোহালির মাটিতে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরানোর। নিজের পারফর্মেন্সের পাশাপাশি আরেক ওপেনার খাওয়াজের পারফরম্যান্সও খুশি অ্যারন ফিঞ্চ। এছাড়া অজি অধিনায়কের ভরসা ম্যাক্সওয়েল, স্টয়নিস। এখন দেখার রাঁচির হার ভুলে মোহালিতে ভারত জয় ছিনিয়ে নিয়ে সিরজ দখল করতে পারে কিনা!
সিরিজের বাকি দুটি ম্যাচে ধোনিকে ছাড়াই খেলবে ভারত। ধোনির বদলে আজ খেলবেন রিশব পন্থ। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং আম্বতি রাইডু তিনজনই এই সিরিজে তেমন ফর্মে নেই। তবুও এই তিনজনেরই দলে থাকার সম্ভবনা প্রবল। সুতরাং ব্যাটিং ডিপার্টমেন্টে তেমন কোন রদবদলের সম্ভবনা নেই। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে রবীন্দ্র জাদেজার জায়গায় যোগেন্দ্র চাহালের আসার সম্ভবনা আছে।
Loading...
কোন মন্তব্য নেই