ভোট প্রচারে রাজ্যে আসছেন মোদী। কবে কোথায় যেনে নিন।
নজরবন্দি ব্যুরোঃ কোচবিহার হোক কিংবা দক্ষিণে বসিরহাট, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির অন্দরে।দলীয় অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কিন্তু এরই মধ্যে রাজ্যে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। করবেন ২ টি জনসভা। ৩ এপ্রিল প্রথমে শিলিগুড়ি এবং পরে ব্রিগেডে। ৩ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী প্রথম সভাটি করবেন শিলিগুড়িতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর দুটোয় এই সভায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছ।
শিলিগুড়ির সভা শেষ করে মোদীর গন্তব্য কলকাতা। বিকেল ৪ টে ব্রিগেডের সভায় ভাষণ দেওয়ার ব্যাপারে আপাতত সময় নির্বাধিত করা হয়েছে বলেই সূত্রের খবর। এত ঝামেলার মধ্যেও এই রাজ্য থেকে বেশ কিছু সিট পাবে বলে আশা করছেন বিজেপি নেতৃত্ব। আর সেটা পাবার জন্য মোদীই যে এক মাত্র ভরসা সেটা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Loading...
কোন মন্তব্য নেই