Header Ads

বিশ্বকাপের আগে মহম্মদ সামির বেক্তিগত জীবনে ফের কালো মেঘ!

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের আগে আবার ব্যক্তিগত সমস্যাই ফাঁসলেন মহম্মদ সামি।বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশ জামিন অযোগ্য ধারায় চার্জশিট দাখিল করেছে। ভারতীয় জোরে বোলারের বিরুদ্ধে সেকশন ৪৯৮-এ (যৌতুকের জন্য নিপীড়ন) এবং ৩৫৪-এ (যৌন হেনস্থা) ধারায় অভিযোগ করা হয়েছে। বছর খানেক আগে তাঁর স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ এনেছিলেন। অভিযোগ ছিল বিবাহ-বহির্ভূত সম্পর্ক, স্ত্রীর প্রতি অত্তাছার,পনের দাবী এমন কি ধর্ষণের।

স্ত্রী-র বিরুদ্ধে তাঁর কেরিয়ার নষ্ট করার ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করেছিলেন শামি। হাসিন জাহান অবশ্য, সেই সময় শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগও এনেছিলেন। যার ভিত্তিতে তদন্ত করেছিল বিসিসিআই। সেই সময় বোর্ডের চুক্তি থেকেও সাময়িক বাদ পড়েছিলেন এই জোরে বোলার। তাঁর পারফরম্য়ান্সের গ্রাফও পড়েছিল অনেকটাই। পরে অবশ্য বোর্ড জানায় তদন্তে শামি বিরুদ্ধে কিছু মেলেনি। সম্প্রতি তাঁকে 'গ্রেড এ'র চুক্তি তালিকায় উন্নিত করা হয়েছে। এবার ঘটনার জল কোনদিকে গড়ায় সেটাই দেখার। যদি বিশ্বকাপের আগে এই ঘটনায় সামি গ্রেফতার হন তাহলে বেশ চাপে পরবে ভারত। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.