Header Ads

নিউজিল্যান্ডের আল নূর মসজিদে বন্দুকবাজের হামলা। অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশর ক্রিকেটাররা!

নজরবন্দি ব্যুরোঃ তখন ঘড়িতে বেলা পৌনে ২টো। মসজিদের ভিতরে চলছে সাপ্তাহিক নমাজ পর্ব। জড়ো হয়েছিলেন বহু মানুষ। হঠাৎ পর পর গুলির শব্দ। দিকভ্রান্তের মতো ছুটোছুটি পরে গেল মসজিদের ভিতর। সেনার পোশাকে থাকা বন্দুকবাজের নির্বিচারে গুলি চালিয়ে চলেছে তখনও। মুহূর্তে রক্তে ভেসে গেল মসজিদ চত্বর। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের ক্রাইসচার্চের সাউথ আইল্যান্ডের আল নূর মসজিদ।

সেখানে তখন নামাজ পরতে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট টিম।অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। হামলায় সময়ই মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তাঁরা। এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। হামলার পর বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল টুইট করে জানিয়েছেন, সব ক্রিকেটারই সুরক্ষিত আছেন। টুইট করে একই কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.