Header Ads

ভোটের দিন ঘোষণা হতেই মাওবাদী পোস্টার সোদপুরে!

নজরবন্দি ব্যুরোঃ ভোটের দিন ঘোষণা হতেই শিয়ালদহ দক্ষিণ শাখার সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দিয়েছে মাওবাদীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্মের আশেপাশে প্রায় সর্বত্রই লাগানো হয়েছিল পোস্টার।

 ছাপানো পোস্টারগুলোর নিচে লেখা রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি( মাওবাদী) । খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। রেলপুলিশ ও খড়দহ থানার পুলিশ পোস্টার গুলি ছিঁড়ে ফেলে। তবে তাতে মানুষের আতঙ্ক কমেনি। তবে এবিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন।সোদপুর রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ফেরিঘাট এবং ডাকঘর সংলগ্ন অঞ্চলে মাওবাদী সংগঠনের নাম করে পোস্টার দেখতে পায় এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দারা জানায়, এদিন ভোরবেলায় ওই পোস্টার সেঁটে দেওয়া হয়েছে।
 পোস্টারে মাও নেতা সুদীপ চোঙ্গদারের মৃত্যুর নিন্দা করা হয়েছে
আজ সকালে এলাকার লোকজন এই পোস্টার দেখতে পেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ওই মাও পোস্টার ছিঁড়ে দেয়। এর আগে গতবছর নভেম্বর মাসে সোদপুর স্টেশন থেকে উদ্ধার হয়েছিল একাধিক মাওবাদী পোস্টার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.