Header Ads

সেনা এনকাউন্টারে খতম পুলওয়ামা হামলার আর এক মাস্টার মাইন্ড!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামাতে জঙ্গি হামলার পরে থেকে কাশ্মীরের একাধিক এলাকা উত্তপ্ত। গতকাল থেকে ত্রালে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। সেনা এনকাউন্টারে খতম তিন জঙ্গি।
এরা সবাই পাক মদত-পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে এক সূত্রের দাবি। ওই নিহত ৩ জন জঙ্গির মধ্যে রয়েছে পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড মুদাসির আহমেদ খান। মুদাসিরের বাড়ি কাশ্মীরের অবন্তিপোড়ায়। মৃত্যুর পর তার পরিবারের তরফে ছেলের দেহ পাওয়ার আবেদন জানান হয়েছে।
নিহত তিন জঙ্গির ভেতর এক জন বিদেশি আছে বলে জানা গিয়েছে। এই বিদেশি জঙ্গির পরিচয় জানতে খোঁজখবর নিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.