Header Ads

ফের মাওবাদী পোস্টার জঙ্গলমহলে!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের দিন ঘোষণা হবার পরেই জঙ্গলমহল থেকে উদ্ধার বেশ-কয়েকটি মাওবাদী পোস্টার। শালবনির পিড়াকাটার পুলিশ এই পোস্টার উদ্ধার করে। ওই পোস্টার গুলিতে বন্দী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান হয়েছে।
সঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে এই পোস্টারগুলি মাওবাদীদের কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসনের একটা অংশ।

পিড়াকাটার পাতরি গ্রামের কালভার্টে সাদা কাগজে লাল কালিতে লেখা সারি সারি পোস্টার। তাতে তৃণমূল নেতৃত্ব ও রাজ্য সরকারকে হুমকি দেওয়া হয়েছে।
তৃণমূল নেতাদের উদ্দেশে বলা হয়েছে, অবিলম্বে দল ছাড়তে হবে, না হলে জনগণের আদালতে শাস্তি দেওয়া হবে। কিষাণজির হত্যার বদলা চাই বলেও ওই পোস্টারে লেখা আছে।




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.