Header Ads

আমাকে হারাতে ৩০ কোটির বাজেট তৃণমূলের: অধীর চৌধুরী

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এবারের লোকসভা নির্বাচনে তাঁকে হারেতে ৩০ কোটির বাজেট ধরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বসে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ রাজ্যে আইনশৃঙ্খলা বলে এখন আর কিছু নেই। রাজ্যের পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্যের প্রশাসনের ওপর তাদের ভরসা নেই।
এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৭০ জনের বেশি খুন হয়েছিল। সেই সময় থেকেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সেই পরিস্থিতি এখনও চলছে। এমনটাই অভিযোগ বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.