Header Ads

কংগ্রেসের প্রার্থী হতে পারেন লক্ষ্মণ শেঠ!

নজরবন্দি ব্যুরো: অনেক দিন ধরে লক্ষণ শেঠ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কংগ্রেসে নাম লেখানোর জন্য। এবার তাঁর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। নীরবে লক্ষ্মণ শেঠের প্রবেশ ঘটতে  চলেছে কংগ্রেসের অন্দরে। এমন খর পাওয়া যাচ্ছে কংগ্রেস সূত্রে। বিজেপি ছাড়ার পর লক্ষ্মণ শেঠ তৃণমূল বা কংগ্রেস যোগ দেওয়ার ইচ্ছা-প্রকাশ করেছিলেন।
তৃণমূলে সুযোগ না পেয়ে কংগ্রেসকেই আশ্রয় করেন তিনি। যদিও কিছুদিন আগে কংগ্রেসে যোগদান আটকে গেলেও এবার তিনি কংগ্রেসে নাম লেখাতে চলেছেন পাকাপাকি ভাবে।

যদিও আগে ১১ কেন্দ্রের প্রার্থী ও আজ ২৫ কেন্দ্রের  প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। কংগ্রেস এবার বাঁকুড়া ও যাদবপুরে প্রার্থী দেবে না, তা আগেই বলে দিয়েছিল। এখন বাকি থাকছে চার আসন। তার মধ্যে যেমন উত্তর কলকাতা কেন্দ্র রয়েছে, রয়েছে তমলুকের মতো কেন্দ্রও।

প্রশ্ন উঠেছে, কেন এখনও উত্তর কলকাতায় প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। তমলুকই বা ছেড়ে রাখা হয়েছে কোন রাজনৈতিক উদ্দেশ্যের কথা মাথায় রেখে? এর উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, এখনও চার কেন্দ্রে তাঁরা প্রার্থী ঘোষণা করবে।
শীঘ্রই চার কেন্দ্রে প্রার্থীর নাম জানানো হবে।

আর তমলুক আসনটি নিয়েও আলোচনা চলছে। কংগ্রেস লক্ষ্মণ শেঠের নাম প্রস্তাব করেছে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে। যদিও অফিশিয়ালি লক্ষ্মণ শেঠের নাম এখনও ঘোষণা হয়নি। কিন্তু তমলুক কেন্দ্রে যে প্রদেশের প্রস্তাবে সায় রয়েছে হাইকমান্ডের তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.