Header Ads

অশ্বিন-বাটলার আউট বিতর্কে মুখ খুললেন রাজীব শুক্লা।

নজরবন্দি ব্যুরোঃ বাটলারকে অশ্বিনের আউট করা নিয়ে ক্রিকেট দুনিয়া দ্বিধাগ্রস্ত ঠিক তখনি এই ঘটনা নিয়ে সোমবার রাতেই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, "আমার মনে আছে, এক বৈঠকে যেখানে অধিনায়ক এবং ম্যাচের রেফারিদের সঙ্গে চেয়ারম্যান হিসাবে আমিও উপস্থিত ছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল,

যে যদি কোনও ব্যাটসম্যান বোলারের বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে চলে যান তাহলে সৌজন্যের খাতিরে রান আউট করা হবে না।" পাশাপাশি তিনি আরও বলেন, "যতদূর মনে পড়ছে কলকাতায় আইপিএল শুরুর আগে ওই বৈঠক হয়েছিল যেখানে ধোনি এবং বিরাট দুজনেই উপস্থিত ছিলেন।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.