Header Ads

কোলকাতা সহ দক্ষিণ বঙ্গে কালবৈশাখীর তাণ্ডব। ব্যাহত ট্রেন চলাচল।

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার শেষ বিকেল থেকেই ফের ঝড়, বৃষ্টি শুরু কোলকাতা সহ দক্ষিণ বঙ্গে। হওয়া অফিসের খবর মোতাবেক এটা ছিল কালবৈশাখী।যার গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার।এ দিনের কালবৈশাখীতে শিয়ালদহ শাখায় দারুণ ভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল।


শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শিয়ালদহ মেন শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়। পূর্ব বর্ধমান ও বুদবুদে বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়। কালবৈশাখীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জায়গায় বহু গাছ উপড়ে পড়ে। তুমুল ঝড়ে গাছের বড় ডাল রাস্তায় এসে পড়ে পার্ক স্ট্রিটে। গাছ ভেঙে পড়ে বিবাদি বাগে। শুক্রবার সন্ধ্যের মুখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্যই এই দুর্যোগ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.