Header Ads

বিজেপির বিরুদ্ধে ১৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনল কংগ্রেস!

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ আবার বোমা ফাটালো কংগ্রেস। কংগ্রেস এবার প্রকাশ করল 'ইয়েদি-ডায়েরি'। অভিযোগ, কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার ১৮০০ কোটি টাকার অবৈধ লেনদেন করেছে। ওই ডায়েরির পাতায় লেখা কিছু নামের আলিকা ও সই প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে কংগ্রেস। এই প্রসঙ্গে আজ সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালে ওই রহস্যজনক ডায়েরির পাতা প্রকাশ করে বলেন, এই ডায়েরির পাতায় পাতায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সই রয়েছে।

এতদিন রাফাল নিয়ে শুর চড়াচ্ছিল রাহুল। এবার রাহুলের হাতে এল ইয়েদি-ডায়েরি। রাফাল ইস্যুতে চৌকিদার চোর হ্যায় বলে বারে বারে গর্জে উঠেছেন রাহুল গান্ধী। গর্জে উঠেছেন কংগ্রেস নেতা-নেত্রীরা। এবার যুক্ত হল ইয়েদুরাপ্পা ডায়েরি দুর্নীতি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.