Header Ads

ক্রিকেট দানব রাশেলের তাণ্ডবে জয় নাইটদের।

নজরবন্দি ব্যুরোঃ রবিবার দ্বাদশ আইপিএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল কলকাতা।টস জিতে দীনেশ কার্তিক হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান। আর তার পরেই ইডেন গার্ডেন্সে উঠল কমলা ঝড়। ডেভিড ওয়ার্নারের ৮৫, জনি বেয়ারস্টোর ৩৯ এবং বিজয় শঙ্করের ঝোড়ো রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৮১/৩ রান।

ঘরের মাঠে প্রথম ম্যাচ জিততে নাইটদের সামনে টার্গেট ১৮২ রানের।এদিন শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুললেন ডেভিড ওয়ার্নার। ৯টা চার আর ৩টে ছক্কায় ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেললেন। তার আগে অবশ্য ৩৫ বলে ৩৯ রান করে আউট হন জনি বেয়ারস্টো। প্রথম উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ হায়দরাবাদের। এরপর বিজয় শঙ্করের ঝোড়ো ব্যাটে হায়দরাবাদ ১৮১ রান তুলল ইডেনে। এর পর ব্যাট করতে নেমে ১৮২ রানের চ্যালেঞ্জিং টার্গেট নিয়ে  শুরুটা ভাল না করলেও নীতীশ রানা, রাসেল এবং শেষবেলায় শুভমান গিলের ব্যাটে ভর করে দুর্দান্ত জয় তুলে আনল কেকেআর। রাসেল মাত্র ১৯ বলে করলেন ৪৯ রান। আর শুভমান ১০ বলে ১৮।

শেষ ওভারে সাকিবের বলে জোড়া ছক্কা হাকিয়ে জয় এনে দিলেন তিনিই। নীতীশ রানা করেন ৬৮ রান। মূল কাজটা অবশ্য করে দিয়েছেন রাসেল এবং নীতীশ রানা।শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।
বিস্তারিত আসছে
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.