Header Ads

ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯।

নজরবন্দি ব্যুরোঃ শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে অনুষ্ঠিত হল ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড। সেরা ছবির শিরোপা পেল মেঘনা গুলজারের রাজি। নিঁখুত অভিনয় প্রতিভার প্রকাশ ঘটানোর স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন আলিয়া। এবার এক নজরে দেখেনিন কার ভাগ্যে জুটল কি পুরষ্কার।

 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ এর তালিকা
 সেরা ছবি: রাজি
সমালোচক শ্রেষ্ঠ চলচ্চিত্র : অন্ধাধুন
 সেরা অভিনেতা : রণবীর কাপুর
সমালোচকের চোখে সেরা অভিনেতা : আয়ুষ্মান খুরানা
সমালোচকের চোখে সেরা অভিনেতা: রণবীর সিং
সেরা অভিনেত্রী : আলিয়া ভাট
 সমালোচকের চোখে সেরা অভিনেত্রী : নীনা গুপ্তা।

সেরা পরিচালক: মেঘনা গুলজার
পার্শচরিত্রে সেরা অভিনেতা : গাজরাজ রাও ও ভিকি কৌশল
 পার্শচরিত্রে সেরা অভিনেত্রী : সুরেখা সিক্রি
 সেরা সঙ্গীত :অ্যালবাম সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত
সেরা লিরিক্স : রাজি ছবির 'এ বতান'
 সেরা গায়ক: অরিজিত্‍ সিং
 সেরা গায়িকা : পদ্মাবত ছবির 'ঘুমর' গানের জন্য শ্রেয়া ঘোষাল
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.