Header Ads

অবশেষে ৯ দলের ক্লাব জোটের কাছে মাথা নত করতে বাধ্য হল ফুটবল ফেডারেশন।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে ৯ দলের ক্লাব জোটের কাছে মাথা নত করতে বাধ্য হল ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, নয় দলের জোটের সঙ্গে আলোচনায় বসতে চান প্রফুল্ল প্যাটেল। ফেডারেশন সভাপতি জানিয়ে দিয়েছেন, ১০-১৫ এপ্রিলের মধ্যে যে কোনও একটা দিন তিনি আই লিগ খেলা ক্লাব জোটের কর্তাদের সঙ্গে কথা বলবেন। গত কয়েকদিন ধরে আই লিগে খেলা ৯ দলের জোট যে বিদ্রোহের আগুন জ্বেলেছিল, তাতে জল ঢালা ছাড়া উপায় ছিল না ফেডারেশনের।

 চেন্নাইতে ৯ দলের জোট এমনও সিদ্ধান্ত নিয়েছিল, যদি ফেডারেশন সভাপতি আলোচনায় না বসেন, তাহলে সুপার কাপ তো বটেই, আই লিগ এবং আইএসএল-এর ভবিষ্যত্ওস অন্ধকার হয়ে যেতে পারে। আইএসএলকে বড় করে তুলে ধরতে গিয়ে আই লিগের ভিতটাকেই নড়িয়ে দিয়েছে ফেডারেশন। তাই গত ১৮ ফেব্রুয়ারি ফেডারেশনের কাছে প্রথম চিঠি দিয়ে আই লিগের দলগুলি বুঝিয়ে দিয়েছিল, তারা এর বিরুদ্ধে। এফএসডিএল থেকে শুরু করে এএফসির দেওয়া প্রতিশ্রুতিকে টেনে এনে ফেডারেশনের কাছে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ২০১৯-২০ মরশুমে আই লিগ ও আইএসএলকে সংযুক্তিকরণের পদক্ষেপ এখন ঠিক কোন জায়গায় রয়েছে? সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, যদি আই লিগ বন্ধ করা হয়, তাহলে ভারতীয় ফুটবলের কাঠামো বিপন্ন হতে বাধ্য। কিন্তু, সেই চিঠির পাওয়ার পরেও কোনওউদ্যোগ দেখাননী ফেডারেশন ।

অবশেষে ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছিলেন, প্রেসিডেন্ট দেশের বাইরে, তিনি ফিরলেই যাবতীয় অভিযোগের উত্তর দেবেন। দেবাশিস দত্ত ফেডারেশনের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সন্তোষ প্রকাশ করেছেন। দেবাশিস বলছিলেন, 'আমরা চেয়েছিলাম, সুপার কাপ শুরুর আগে প্রফুল্ল প্যাটেলের সঙ্গে আলোচনায় বসতে। তিনি ১৪ এপ্রিল বসতে চেয়েছেন। তাতে আমরা খুশি। তাঁর এই সদিচ্ছাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবার অন্তত ফেডারেশন বুঝুক, আমাদের এই জোট কতটা শক্তিশালী।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.