Header Ads

সিপিআই(এম)এর মহিলা প্রার্থীকে নিয়ে বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের!

নজরবন্দি ব্যুরো: এবার বিরোধী দলের প্রার্থীর নাম নিয়ে অশালীন মন্তব্য করলেন কলকাতার মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। রবিবার বিরোধীদের নিয়ে প্রশ্ন করলে তখন এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।

ফিরহাদ বলেন, 'কে যেন সিপিআই(এম) এর থেকে দাঁড়িয়েছে?
কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তাকে তো দেখা যায় নে এলাকায়। তবে ভোট এলে দেখা মেলে তাঁর।' এর পরই ফিরহাদের আক্রমণ, 'এরপর কোনও ফরেন মাল আসবে। আনবে, এই কেন্দ্রে। বিজেপি হয়তো আনবে।'দক্ষিণ কলকাতা কেন্দ্রে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিরোধী প্রার্থী সিপিআই(এম) এর নন্দিনী মুখোপাধ্যায়। পেশায় অধ্যাপিকা নন্দিনী সিপিআই(এম) এর মহিলা ব্রিগেডের অন্যতম নেত্রী। আর তাঁকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য যা নিয়ে সমালোচনার মুখে ফিরহাদ হাকিম। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.