Header Ads

ভোটের কথা মাথায় রেখে বালাকোটে করা হয়েছে এয়ারস্ট্রাইক!

নজরবন্দি ব্যুরো: পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে রাজনৈতিক তরজা এখনও চলছে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সোমবার বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন, বালাকোটে প্রত্যাঘাত আসলে রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছু নয়। লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই অভিযান চালান হয়েছে। ফারুক আবদুল্লার ইঙ্গিত, একটি বিশেষ রাজনৈতিক দল যাতে ভোটে সুবিধা পায় সেই জন্য এই এই চাল চালা হয়।
অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন ফারুক আবদুল্লা। বলেছেন, ভারতের কৃতজ্ঞ থাকা উচিত। ভারতের বায়ুসেনার পাইলট বেঁচে গিয়েছেন এবং সম্মানের সঙ্গে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে পাকিস্তানের যুদ্ধবিমানকে জবাব দিতে গিয়ে ভারতের একটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়।
এই নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। ন্যাশনাল কনফারেন্স এই নেতা বলেন, ''এই সার্জিক্যাল (বালাকোটে এয়ারস্ট্রাইক) স্ট্রাইক করা হয়েছে কারণ সামনেই নির্বাচন। কোটি কোটি টাকার একটি যুদ্ধবিমান আমরা হারিয়েছি। ভারতের বায়ুসেনার পাইলট বেঁচে পাকিস্তান থেকে সম্মানের সঙ্গে দেশে ফিরে এসেছে এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত।''




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.