Header Ads

বিরোধীদের কথায় মান্যতা দিয়ে ভুয়ো ভোটারের বিরুদ্ধে কড়া নির্বাচন কমিশন!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তার পর থেকে বিভিন্ন অনিয়ম রুখতে উদ্যোগী কমিশন। প্রতিবার নির্বাচনের সময় ভুয়ো ভোটার চিহ্নিতকরণ ও তাদের তালিকা থেকে বাদ দেওয়াটা কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এবারও তাই ভুয়ো ভোটার রোধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।
কমিশন সূত্র জানা গিয়েছে ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম বাদ দিয়ে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর হাতে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তুলে দেওয়া হবে।


কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মনোনয়নপত্র তুলে নেওয়ার তিনদিন আগে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তুলে দেওয়া হবে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলগুলোর হাতে। বিরোধী দলগুলোর দাবি ছিল, ভুয়ো ভোটারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
স্বচ্ছ নির্বাচনের দাবিতে বিরোধীরা প্রতি বারের মতন এবারও সরব হয়ে উঠেছিল। দ্বারস্থ হয়েছিল কমিশনের। শেষ পর্যন্ত বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে কড়া হতে পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.