নজরবন্দি ব্যুরোঃ সুপার কাপে এনরিকেকে না রাখার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল।জাতীয় লিগ না এলেও লাল-হলুদের পারফরমেন্সে খুশি সমর্থকরা। তাই এবার সামনের দিকে তাকিয়ে নতুন করে দল গড়ে নেওয়ার কথা ভাবছেন ক্লাব কর্তৃপক্ষও। তাই অপ্রয়োজনীয় খেলোয়াড়দের এখন থেকে ছেড়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।
সামনেই সুপার কাপ, আইএসএলের দলের বিরুদ্ধে খেলতে হবে।মরশুমে একটাও ট্রফি ক্লাব তাঁবুতে ঢোকেনি, স্বাভাবিকভাবে সুপার কাপে নিজেদের সর্বশক্তি দিয়েই ঝাঁপাতে চাইছে তারা। তাই দলের বাড়তি খেলোয়াড়দের এখনই ছেঁটে ফেলা হচ্ছে, মনে করা হচ্ছে তেমনই। এনরিকে অবশ্য আই লিগের মাঝপথে চোটের জন্য দেশে ফিরে গিয়েছিলেন। চোট সারিয়ে ফেরার পর নিয়মিত গোলও পেয়েছেন। কিন্তু লাল হলুদ তাঁকে রাখার আগ্রহ দেখাল না।
কোন মন্তব্য নেই