Header Ads

গেরুয়া শিবিরে নাম লেখালেন কংগ্রেস নেতা রাকেশ সিং!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবার পর থেকে আবার দলবদলের খেলা শুরু। কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাকেশ সিং। আজ নয়াদিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন এআইসিসি-র সদ্য প্রাক্তন সদস্য।
উত্তরীয় পরিয়ে রাকেশ সিং-কে দলে স্বাগত জানালেন বিজেপি নেতারা। রাকেশ সিং ছাড়াও সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা ডক্টর গৌতম ঘোষ, তৃণমূলের লিগ্যাল সেল এবং রাজ্য সরকারের লিগ্যাল প্যানেলের সদস্য দেবযানী দাশগুপ্ত। এদিন আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সরব হলেন রাজনীতির চাণক্য মুকুল রায়।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.