প্রতিপক্ষকে অভিনন্দন বার্তা দিলেন সাংসদ দেব।
নজরবন্দি ব্যুরোঃ গত কালই তিনি বলেছিলেন “আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়।'' তিনি অভিনেতা সাংসদ দেব। আর তারপর লড়াইয়ের শুরুতেই প্রতিপক্ষকে অভিনন্দন বার্তা দিলেন তিনি। ঘাটালের এবারে সিপিআই এম এর লোকসভার প্রার্থী হয়েছেন তপন গঙ্গোপাধ্যায়।
যা দেখে দেবের ট্যুইট, ''ঘাটালে সিপিএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি, সবাই একসঙ্গে ঘাটালের মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকব। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করব। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়।''

No comments