অর্জুন সিং বিজেপিতে যোগ দেবার পরেই নিচু তলার নেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে!
নজরবন্দি ব্যুরো: তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াকু সৈনিক এবং ৪ বারের বিধায়ক অর্জুন সিং যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। এই তৃণমূল নেতার দল বদল নিয়ে আলোচনা চলছে গোটা রাজ্য জুড়ে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের নেতা থাকাকালীন নিজের এলাকায় বিজেপির উত্থান রুখতে মরিয়ে ছিলেন।
তাঁর অনুগামীদের বিরুদ্ধে অনেক বিজেপি নেতাকে মারধোরের অভিযোগ ছিল। পাশাপাশি বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির একাধিক পার্টি অফিস দখল করে নেওয়ার মতো প্রত্যক্ষ অভিযোগও রয়েছে অর্জুন সিং-এর বিরুদ্ধে।
অর্জুন সিং বিজেপি যোগ দেবার পরেই বিজেপির ওই এলাকার নিচু তলার নেতাদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়।
তাঁদের প্রশ্ন ছিল, যার বিরুদ্ধে এতদিন আন্দোলন করা হল তাঁকেই এখন দলের নেতা হিসেবে মানতে হবে? যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগেই জানিয়ে দিয়েছেন যে নীতি নয়, জয়কেই প্রধান লক্ষ্য করে নিতে হবে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের নেতা থাকাকালীন নিজের এলাকায় বিজেপির উত্থান রুখতে মরিয়ে ছিলেন।
তাঁর অনুগামীদের বিরুদ্ধে অনেক বিজেপি নেতাকে মারধোরের অভিযোগ ছিল। পাশাপাশি বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির একাধিক পার্টি অফিস দখল করে নেওয়ার মতো প্রত্যক্ষ অভিযোগও রয়েছে অর্জুন সিং-এর বিরুদ্ধে।
অর্জুন সিং বিজেপি যোগ দেবার পরেই বিজেপির ওই এলাকার নিচু তলার নেতাদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়।

No comments