Header Ads

তাঁর নায়িকা মিমি-নুসরতের প্রার্থী হওয়া নিয়ে কি বললেন দেব?

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের জন্য মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করে একের পর এক চমক দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম চমক প্রার্থী হিসাবে টলি অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর নাম উঠে আসা। কিন্তু দেব,সাংসদ হিসাবে তিনি ইতিমধ্যেই ৫ বছর কাটিয়ে এবারও তিনি আবার লড়বেন। তবে এই বার দেবের দুই নায়িকাও প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনে, তা নিয়ে দেব এক প্রথম সারির সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 তিনি বলেন,' ওঁরা রাজনীতিতে যোগ দিয়েছেন মানে কাজ করবেন না ,তাতো নয়। গত ৫ বছর আমিও তো ছবি করেছি। আর বয়সটা খুব বড় ফ্যাক্টর। ওঁরা সবই ব্যালেন্স করতে পারবেন। ' তবে তিনি নুসরত মিমির প্রার্থী পদ নিয়ে তিনি কোনও কিছু আগে থেকে জানতেন না বলে দাবী করেছেন। তিনি বলেন 'আমি নিজের খবরটাই জানতাম না, ওঁদেরটা জানব কী করে?'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.