Header Ads

বীরভূমে আমাদের কোনও প্রতিপক্ষ নেই: অনুব্রত মণ্ডল

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন বীরভূমে তাদের কোনও প্রতিপক্ষ নেই। এর পাশাপাশি তিনি জানিয়ে দেন একটি আসনে চারলক্ষ আর একটি আসনে তিনলক্ষ ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।
এদিন তিনি বলেন, এবারের ভোটে বীরভূমে নকুল দানা খাওয়ানো হবে।

বীরভূমে কেউ দাঁড়াবে না। দাঁড়ালেও কিচ্ছু লাভ হবে না। একটি আসনে চারলক্ষ আর একটি আসনে তিনলক্ষ ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা। জেলায় কোনও প্রতিপক্ষ নেই বলেও দাবি করেন অনুব্রত।
তিনি দাবি করেন, লকেট চট্টোপাধ্যায় থেকে জয় বন্দ্যোপাধ্যায় কেউই বীরভূম জেলা থেকে দাঁড়াতে চান না। সিপিআই(এম)-এর তরফে রামচন্দ্র ডোমও দাঁড়াতে চান না বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.