Header Ads

আয়ারাম গয়ারামদের নিয়ে ব্যাঙ্গচিত্র ভোট বাজারে; আয় তোরে বিজেপি প্রার্থী বানায়(ই)!!

নজরবন্দি ব্যুরোঃ এরাজ্যে জামা বদলে শুদ্ধ হওয়ার প্রথা শুরু করেছিল তৃণমূল। গো বলয়ের আয়ারাম গয়ারাম রাজনীতি ঢুকে পড়েছিল বঙ্গে। যার প্রধান কাণ্ডারি ছিলেন মুকুল রায়। তৃণমূলের একদা সম্পদ বর্তমানে গেরুয়া নামাবলী গায়ে চড়িয়েছেন ১ বছর আগে। কিন্তু কথায় আছে ঢেঁকি সর্গে গেলেও ধান ভাঙে। তাই নিজের আয়ারাম গয়ারাম রাজনৈতিক পরম্পরা বজায় রেখে মুকুল এখন ঘর ভাঙাচ্ছেন তৃণমূলের।
আজ যিনি তৃণমূলের সম্পদ কাল তিনি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী। এইভাবেই বেশ কিছু আয়রাম গয়ারাম কে বিজেপি তে যোগ দিইয়েছেন একদা তৃণমূলের কাণ্ডারি তথা রাজ্যে বর্তমান বিজেপির সেনাপতি মুকুল রায়।
আর সেই আয়ারাম গয়ারাম চিত্রই ফুটে উঠল ভোটের দেওয়াল লিখনে। তৃণমূলের 'সেরা সাংসদদের' মধ্যে অন্যতম হলেন মুনমুন সেন, তিনি এবার আসানসোলের প্রার্থী। জিতলে সংসদে গলা ফাটাবেন আসানসোলের হয়ে। তার সমর্থনেই দেওয়াল লিখেছে তৃণমূল যেখানে শোভা পাচ্ছে একটি কার্টুন। এক ব্যাক্তির গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় গেরুরা টিকা-গায়ে গেরুয়া বসন; হাতে দড়ি যা বাঁধা রয়েছে একটি গরুর গলায়।  উপরে লেখা "চল তোরে বিজেপী-র প্রার্থী বানায়"।
যেহেতু তৃণমূলের দেওয়াল লিখন এখানে বিগ্রেড কে ব্রিগেড হিসেবেই ধরতে হয়, তাই আন্দাজ করা শক্ত নয় দেওয়াল লিখনে আসলে বলা হয়েছে "চল তোরে বিজেপী-র প্রার্থী বানাই"।
তৃণমূলের এই দেওয়াল লিখনে সত্যতা রয়েছে কারন ঘাসফুলের জামা খুলে পদ্মফুলের জামা পরে প্রার্থী হওয়ার তালিকা কিন্তু খুব কম নয়,  অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ। অন্য দল থেকে এসে জামা বদলে প্রার্থী হওয়া জননেতারাও রয়েছেন, কিন্তু তাঁরা যেহেতু তৃণমূল থেকে আসেননি তাই এখানে তাঁদের কথা বলা নিরর্থক। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.