Header Ads

যাদবপুর লোকসভায় বিকাশ রঞ্জনের জেতার ট্রাম্প কার্ড হতে চলেছে ভাঙড়!

নজরবন্দি ব্যুরোঃ যাদবপুর, রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম ভোট বাজারে। আর এবার ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে লড়াই হতে চলেছে ত্রিমুখি। বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী, বিজেপি প্রার্থী বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। এদের মধ্যে লড়াই মূলত বিকাশ বনাম মিমির। অর্থাৎ সিপিআইএম বনাম তৃণমূলের।

যাদবপুর লোকসভার  যে কটি বিধানসভা রয়েছে তাতে কমবেশি বাম-তৃনমুলের ভোট ঊনিশ-বিশ কিন্তু বরাবর তফাত গড়ে দেয় ভাঙড়।আরাবুল-রেজ্জাক-কাইজারের ভাঙড় তৃণমূলকে যেভাবেই হোক এনে দেয় বিরাট 'লিড'। এবার সম্ভবত সেই ভাঙ্গড়ই ডোবাতে চলেছে তৃণমূল কে। কারন বিকাশ রঞ্জন ভট্টাচার্জ ব্যাক্তিগত ভাবে ভাঙড়ের খুব কাছের মানুষ। আজিজুল হোক, মন্দাক্রান্তা, বিকাশ রা অনেকদিন ধরেই একাধিক ভাঙড়বাসীর সেবা করছেন প্রচারের আড়ালে থেকে। তাঁদের কাছে সেবায় উপেক্ষিত হননি স্বয়ং তৃণমূল নেতার বাড়ির লোকও।
ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে থাকা ভাঙড়ের একাধিক মানুষের সেবার জন্যে এলাকার ভেতরেই বানানো হয়েছে স্বাস্থ কেন্দ্র, যেখানে কলকাতা থেকে নামকরা ডাক্তারদের নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। সবসময়ের জন্যে রয়েছে অক্সিজেনের ব্যাবস্থা। তবে এসব কিছু বিকাশ-আজিজুল-মন্দাক্রান্তারা ভোটের কথা ভেবে করেননি। এসব জানেনা বাইরের দুনিয়া, তবে জানে ভাঙড়ের মানুষ। তাই ভাঙড়ের জমিরক্ষা কমিটিও আর নিজেদের প্রার্থী দেয়নি, যখন দাড়িয়েছেন বিকাশ। অন্যদিকে ভাঙড়বাসী বিপদে আপদে সবসময়ই পাশে পেয়ে এসেছেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তীকে তাই ভাঙড়ের চোরাস্রোত বলছে আরাবুলের উন্নয়ন নয় চাই বিকাশের বিকাশ। উল্লেখ্য গত লোকসভায় তৃণমূলের সুগত বসুকে ভাঙড় লিড দিয়েছিল ৬০,০০০ ভোট, এবার তা উলটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে এলাকাবাসীরাই। তাই বাকিটা বোঝা যাবে ফল প্রকাশের পরেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.