Header Ads

যাদবপুরে মিমির বিপরীতে বিজেপি প্রার্থী কি অগ্নিমিত্রা পল?

নজরবন্দি ব্যুরোঃ যত কাণ্ড যাদবপুরে। মিমি চক্রবর্তীকে বেশ শক্তিশালী প্রতিপক্ষ মনে করে তাঁর বিরোধিতায় তারকা প্রার্থীকেই দাঁড় করাতে চায় বিজেপি। তাই অনেক নামের মধ্যে এবার উঠে এল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের নাম। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় এমনই ইঙ্গিত মিলেছে। সরাসরি অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও, ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশ নামী অগ্নিমিত্রা পল।

 জনতার দরবারে বেশ খ্যাতিও রয়েছে তাঁর। বহু সিনেমা এবং রুপোলি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পোশাকের দায়িত্ব থাকে অগ্নিমিত্রার উপর। জাতীয় স্তরেও তাঁর বেশ নামডাক আছে। সবমিলিয়ে, বেশ আকর্ষণীয় এবং জনপ্রিয় ব্যক্তিত্ব ডিজাইনার অগ্নিমিত্রা পল। সুতরাং, মিমির জনপ্রিয়তার সঙ্গে পাল্লা রেখেই বোধহয় এই চমকের কথা ভেবেছে বিজেপি নেতৃত্ব। তবে রাজনীতির ধারেকাছে এতদিন একেবারেই দেখা যায়নি অগ্নিমিত্রাকে। এখন দেখা যাক তিনি সত্যি প্রার্থী হন কি না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.