এবার দেশের পূর্ব প্রান্তে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ভারতীয় সেনা।
নজরবন্দি ব্যুরোঃ দেশের পশ্চিমপ্রান্ত পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নিয়ে যখন কড়া সতর্কতায় রয়েছে, তখন দেশের পূর্বপ্রান্তে ভারতীয়সেনা একাধিক মায়ানমারের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযান চালায় ভারতীয় সেনা। পুলওয়ামা হামলার পর ভারত পাল্টা হামলায় দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের বুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বালাকোটের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল।
এবার সেই সার্জিক্যাল স্ট্রাইকই চলল মায়ানমার সীমান্তে।১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মায়ানমার ও ভারতীয় সেনা যৌথভাবে সন্ত্রাসবাদীদের লক্ষ করে চলে সার্জিক্যাল স্ট্রাইক।উল্লেখ্য মিজোরামের দক্ষিণ সীমান্ত বরাবর এই জঙ্গি ঘাঁটিগুলি ছিল। আর সেই ঘাঁটিই এদিন গুঁড়িয়ে দেয় সেনা।
এবার সেই সার্জিক্যাল স্ট্রাইকই চলল মায়ানমার সীমান্তে।১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মায়ানমার ও ভারতীয় সেনা যৌথভাবে সন্ত্রাসবাদীদের লক্ষ করে চলে সার্জিক্যাল স্ট্রাইক।উল্লেখ্য মিজোরামের দক্ষিণ সীমান্ত বরাবর এই জঙ্গি ঘাঁটিগুলি ছিল। আর সেই ঘাঁটিই এদিন গুঁড়িয়ে দেয় সেনা।

No comments